উত্তপ্ত’ দুই পক্ষই হঠাৎ নমনীয়

মঞ্চ থেকে প্রয়াত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেওয়ার ঘটনায় পাল্টা কর্মসূচি না দিতে অনুসারীদের সতর্ক করে দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। একই সঙ্গে হাসিনা মহিউদ্দিনের কাছে মেয়র নাছিরের ক্ষমা চাওয়ার ২৪ ঘণ্টার সময়সীমা পার হওয়ায় গতকাল মঙ্গলবার রাতে পরবর্তী কর্মসূচি নিয়ে বসার কথা থাকলেও বৈঠক হয়নি।

আন্দোলনের উদ্যোক্তা ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ পরিবারের ঐক্যের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে আমরা চলমান আন্দোলন স্থগিত করেছি। মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীর প্রতি শিষ্টাচারবহির্ভূত আচরণে যাঁদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, তাঁদের আবেগকে আমরা শ্রদ্ধা জানাই।’

এদিকে মেয়র আ জ ম নাছির উদ্দীন গত সোমবার দিবাগত রাত একটায় একটি ভিডিও বার্তা দিয়েছেন। এতে তিনি তাঁর অবস্থান ব্যাখ্যা করে একটি অনলাইন পোর্টালের দিকে আঙুল তুলেছেন।

Comments (০)
Add Comment