অস্ত্র বিক্রির সময় হাতেনাতে আটক যুবলীগ নেতা

সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে অস্ত্র বিক্রির সময় হাতেনাতে নুরুল ইসলাম বাবুল নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় সবুজ ও হাকিম আলি নামে অপর দুই যুবলীগ নেতা পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয়।

ঘটনাটি বৃহস্পতিবার রাতে ওই ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের নাফিজ উদ্দিন প্রফেসর বাড়ি সংলগ্ন ফসলি মাঠে ঘটে।

আটক যুবলীগ নেতা চরদরবেশ ইউনিয়নের চরশাহাভিকারী গ্রামের বজু উল্লার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

এ ঘটনায় শুক্রবার বিকেলে ফেনী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মোতাহের হোসেন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় অস্ত্র ও ডাকাতি প্রস্তুতির পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

মামলায় যুবলীগ নেতা নুরুল ইসলাম বাবুল ও ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অপর যুবলীগ নেতা সবুজ, কালা জাফরসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত চারজনকে আসামি করা হয়েছে।

গোয়েন্দা পুলিশের ওসি নুরুজ্জামান বলেন, সোনাগাজীতে অস্ত্র বেচাকেনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে অস্ত্র-গুলিসহ একজনকে আটক করতে সক্ষম হলেও সবুজসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পালিয়ে যাওয়াদের গ্রেপ্তার করতে পুলিশ বিভিন্ন স্থানে একাধিকবার অভিযান চালিয়েছে।

Comments (০)
Add Comment