নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকার ধামরাইয়ে আবাসিক এলাকায় নিয়মিত গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার সকাল ৭টার দিকে ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এলাকার দুই শতাধিক নারী-পুরুষ ব্যানার, ঝাড়ু ও লাঠি হাতে নিয়ে এ কর্মসূচি পালন করেন। প্রায় ২ ঘণ্টার অবরোধে মহাসড়কের উভয় পাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ ও গোলড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা জানান, ধামরাইয়ের কালামপুর, গোয়ালদী, বাটুলিয়া, বাসনা, মহিশাষী, মধুডাঙ্গা, জালসা, কাওয়ালিপাড়া, নান্দেশ্বরী এলাকার কয়েক হাজার আবাসিক গ্রাহক দুই বছর ধরে নিয়মিত গ্যাস পাচ্ছেন না। দ্রুত গ্যাস সরবরাহ না হলে আবারও মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারি দেন তারা।

Comments (০)
Add Comment