ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনের লড়াই শেষ

ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনের লড়াই শেষ হয়েছে। মঙ্গলবার রাতের ম্যাচে রোমানিয়াকে হারিয়ে শেষ আটে এসেছে নেদারল্যান্ডস। তুরস্ক হারিয়ে দিয়েছে অস্ট্রিয়াকে।

এর আগে ফ্রান্স জয় পেয়েছে বেলজিয়ামের বিপক্ষে। পর্তুগাল টাইব্রেকারে হারিয়েছে স্লোভেনিয়াকে। ডেনমার্ককে হারিয়ে জার্মানি শেষ আটে পা রাখে এবং স্পেন উড়িয়ে দেয় জর্জিয়াকে। এবার আট দল সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে।

আগামী ৫ জুলাই প্রথম কোয়ার্টার ফাইনালে স্বাগতিক জার্মানি ও তরুণ দল নিয়ে দারুণ ফুটবল খেলা স্পেন মুখোমুখি হবে। ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার রাত ১০টায় মাঠে গড়াবে। একইদিন রাত ১টায় মুখোমুখি হবে পর্তুগাল ও ফ্রান্স।

পরদিন অর্থাৎ ৬ জুলাই ইংল্যান্ড খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১০টায় মাঠে গড়াবে। ওই ম্যাচের জয়ী দল খেলবে সেমিফাইনালে।

Comments (০)
Add Comment