সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো ঢাকা কলেজে বিক্ষোভ

সরকারি চাকরিতে কোটা বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক থেকে মিরপুর সড়ক হয়ে সায়েন্সল্যাবরেটরি মোড় ঘুরে নীলক্ষেত হয়ে পুনরায় কলেজের মূল ফটকে আসেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা বাতিল করতে হবে। দাবি না মানা হলে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের মাধ্যমে কোটা পুনর্বহাল প্রতিহত করা হবে।

এ আন্দোলনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উল্লেখ করে ঢাকা কলেজের গণিত বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, আমরা মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চাই। সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হোক। মুক্তিযুদ্ধকে পুঁজি করে একশ্রেণির মানুষ লাভবান হবে, সেটি মেনে নেওয়ার মতো নয়। অবিলম্বে কোটা পদ্ধতি স্থায়ীভাবে বাতিল ঘোষণা করতে হবে।

Comments (০)
Add Comment