খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে বিএনপি

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি দেবে বিএনপি। তবে কি কর্মসূচি ঘোষণা হতে পারে তা জানা যাবে আজ বুধবার।

মঙ্গলবার (২৫ জুন) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে জানান দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় দেশনেত্রীর মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার সেই কর্মসূচি ঘোষণা করা হবে।

Comments (০)
Add Comment