নরসিংদীতে হাসপাতালে অবহেলায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

নরসিংদীতে হাসপাতালে অবহেলায় জুলেখা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ জুন) রাত ৯টার দিকে পৌর শহরের স্টেশন এলাকায় নূর হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে। মারা যাওয়া নারী শিবপুর উপজেলা বংশিরদিয়া এলাকার নাজমুল মিয়ার স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, জুলেখা বেগমকে অন্তঃসত্ত্বা অবস্থায় সন্ধ্যায় নূর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে ভর্তি করার পর কর্তৃপক্ষ সিজার করতে দুই ঘণ্টা দেরি করে। এ নিয়ে রোগীর স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কয়েকদফা বাগবিতণ্ডা হয়। সবশেষ সিজার করার সময় তার মৃত্যু হয়।

Comments (০)
Add Comment