ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি জি-৭

ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলারের ঋণ দিতে রাজি হয়েছে জি-৭ নেতারা। এ বিষয়ে তারা ঐক্যমতে পৌঁছেছেন। তবে এই অর্থের যোগান দেওয়া হবে রাশিয়ার জব্দ করা সম্পত্তি থেকে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে সহায়তার জন্যই ইউক্রেনকে এই অর্থ দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এর মাধ্যমে প্রমাণ হলো আমরা ইউক্রেনের সঙ্গে আছি। তবে জি-৭ নেতাদের এমন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মস্কো।

চলতি বছরের শেষ দিকে এই অর্থ দেওয়া হবে, যা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাছাড়া ইতালিতে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বাইডেনের সঙ্গে ১০ বছর মেয়াদি একটি নিরাপত্তা চুক্তি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই চুক্তিকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে কিয়েভ।

এখন পর্যন্ত রাশিয়ার ৩২৫ বিলিয়ন ডলার মূল্যের সম্পত্তি জব্দ করেছে জি-৭ দেশগুলো। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া।

রাশিয়ার জব্দ করা সম্পত্তি থেকে বছরে ৩ বিলিয়ন ডলারের সুদ আসে। সেখান থেকেই মূলত ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়া হবে।

সূত্র: আল-জাজিরা

Comments (০)
Add Comment