চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ সময় দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় পুলিশসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পুরানবাজারের মেরকাটিজ রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আল আমিন খান (৩০) ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে। নিহতের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে।

এই ঘটনায় পুরান বাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহীনির সদস্যরা সেখানে টহল দিচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন আগে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে এক কিশোরের সঙ্গে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। মূলত ওই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় নিতাইগঞ্জ রোডের যুবকদের সঙ্গে মারকাজ রোড এলাকার যুবকদের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষ একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

তবে নিহতের পরিবার জানায়, আল আমিনকে গুলি করে হত্যা করা হয়েছে। কার গুলিতে তিনি মারা গেছেন তা শনাক্ত করে দ্রুত বিচারের দাবি তাদের।

Comments (০)
Add Comment