শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৩তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেছে বিএনপি।

শনিবার দুপুরে বগুড়া নবাববাড়ী সড়কে এ খাবার বিতরণ আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।

Comments (০)
Add Comment