আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের সমন্বয়ে তদন্ত চলছে: পররাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের সমন্বয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তাধীন বিষয় হওয়ায় এখনই মন্তব্য করতে চাই না। তবে শিগগির সব জানতে পারবেন। সংসদ সদস্য আনোয়ারুল আজীমের হত্যার ঘটনায় বাংলাদেশ-ভারতের গোয়েন্দা, কলকাতা হাইকমিশন, পশ্চিমবঙ্গ পুলিশ সমন্বয় কাজ করছে।

ড. হাছান বলেন, নদীপথে পণ্য পরিবহন বাড়াতে পারলে অর্থনীতিতে ভূমিকা রাখবে।

Comments (০)
Add Comment