নিজেদের রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল

স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আগামী মঙ্গলবার (২৮ মে) ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। বুধবার (২২ মে) এমন ঘোষণার পর দেশ তিনটি থেকে নিজেদের রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনটি দেশ থেকে রাষ্ট্রদূতদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে।

ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের তেল আবিবে ফিরে আসার নির্দেশ দিয়েছি।

তিনি বলেছেন, ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তা হুমকিতে ফেললে আমরা নীরব থাকব না, আয়ারল্যান্ড ও নরওয়েকে এই স্পষ্ট বার্তা আমি দিতে চাই।

বুধবার নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের নেতারা ঘোষণা দিয়েছেন, ২৮ মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে তাদের দেশ। এই ঘোষণার পর ইসরায়েলের সঙ্গে দেশগুলোর কূটনৈতিক টানাপড়েন শুরু হয়েছে।

Comments (০)
Add Comment