গোলাম মাওলা রনির গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা দুর্বৃত্তদের

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির গাড়িতে দুর্বৃত্তরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গাড়িতে হাতুড়ি দিয়ে হামলা করে পালিয়ে যায় তারা। তবে এ ঘটনায় কেউ আহত না হলেও রনির গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ নেতার মাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোলাম মাওলা রনি নিজ বাসা থেকে অফিসের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার এলাকায় পৌঁছালে সেখানে অবস্থান করা কয়েকজন এসে অতর্কিতভাবে গাড়িতে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে। এতে তিনি বা ড্রাইভার আঘাত না পেলেও তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

Comments (০)
Add Comment