ভোটকেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে, থাকবে মায়ের কোলের মতো নিরাপদ: বিজয়া সেন

সুষ্ঠু নিরপেক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অপরাধ করে কেউ পার পেয়ে যাবে না। ভোটকেন্দ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে। ভোটকেন্দ্র থাকবে মায়ের কোলের মতো নিরাপদ।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সোনাইমুড়ীতে উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষ্যে প্রিজাইডিং কর্মকর্তাদের ব্রিফিং সেশনে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন।

বিজয়া সেন আরও বলেন, স্তরে স্তরে নিরাপত্তা বলয় দিয়ে ভোটকেন্দ্রে নিরাপত্তা দেওয়া হবে। আপনারা নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করবেন। পুলিশ আপনাদের পাশে আছে। আমাদের একাধিক দল একযোগে কাজ করবে। সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নোয়াখালী ও রিটার্নিং অফিসার শারমিন আরা।

 

Comments (০)
Add Comment