‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান’ না বলায় অধ্যক্ষের অফিসে ছাত্রলীগের তালা

ঐতিহাসিক ‘৭ মার্চ’ স্মরণে অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান’ না বলায় নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ শাখা ছাত্রলীগের নেতারা। রবিবার (২৪ মার্চ) দুপুরে ওই তালা ঝুলিয়ে দেন তারা। এছাড়া কলেজ চত্বরে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশ থেকে অবিলম্বে কলেজের অধ্যক্ষের অপসারণের দাবি করেন তারা।

তাদের দাবি, গত ৭ মার্চ কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়া হয়নি। এজন্য গত ১৫ দিন ধরে সাধারণ শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণে দাবিতে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, মিটিংসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় রবিবার (২৪ মার্চ) অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ। কলেজ অধ্যক্ষের কক্ষের দরজায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু না বলায় অধ্যক্ষের কক্ষে তালা’ স্লোগান সম্বলিত পোস্টার লাগিয়ে দেন তারা। পোস্টারে আরও লেখা হয়, ‘চলছে লড়াই চলবে, ছাত্রলীগ লড়বে’।

Comments (০)
Add Comment